নিউইয়র্কে রিহ্যাব মেলা শুরু ৬ অক্টোবর

নিউইয়র্কে রিহ্যাব মেলা শুরু ৬ অক্টোবর

আগামী ৬ অক্টোবর থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নবম রিহ্যাব আবাসন মেলা। এবার দেশের শীর্ষস্থানীয় ৪৩টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

রিহ্যাব মেলার ব্যবস্থাপনার ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসবি মাল্টি সার্ভিস ইন্‌ক শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে।

সংবাদ সম্মেলনে মেলার ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট রফিক আহমেদ জানান, নিউইয়র্কের এস্টোরিয়ার এনটিভি ভবনে আগামী ৬, ৭, ৮ অক্টোবর রিহ্যাব মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হারুন ভূঁইয়া ও গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, মাল্টি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক  রাশেদ আহমেদ, মেলা পরিচালনার  দায়িত্বে নিয়োজিত শিমূল আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে রফিক আহমেদ আরো জানান, মেলার শেষ দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন রয়েছে।

অর্থ বাণিজ্য