‘হলমার্ক কেলেঙ্কারির বিচার না হলে ব্যাংকিং সেক্টরে বিপর্যয় আসবে’

‘হলমার্ক কেলেঙ্কারির ফলে ব্যাংকে ডিপোজিটের ক্ষেত্রে মানুষের আস্থা নেই। এ ইস্যুর বিচার না হলে ব্যাংকিং সেক্টরে বিপর্যয় নেমে আসবে। পাশাপাশি সর্ব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত এবং দুর্নীতি রোধ করা গেলে বার্ষিক প্রবৃদ্ধি তরান্বিত হবে।’

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশিষ্টজনরা এমনই মন্তব্য করেন।

অনুষ্ঠানে সরকারের সাবেক আমলা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

‘রিভউ অফ পারফরমেন্স অফ দ্যা বাংলাদেশ ইকোনমি ডিউরিং ফিসক্যাল ইয়ার ২০১১-১২’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ইকোনমিক্স রিসার্স ব্যুরো।

এতে কি-নোট পেপার উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তণ অধ্যাপক এ.আর. ভূঁইয়া।

ইসলামিক ইকোনমিক্স রিসার্স ব্যুরো’র সভাপতি শাহ আব্দুল হান্নান বলেন, “বিগত বছরে আন্দোলন, খুন, গুমসহ বিভিন্ন কারণে আইন-শৃঙ্খলা ভালো ছিল না। তবে, অর্থনীতি তার নিজস্ব গতিতে ভালো করেছে।”

দেশ আমদানি নির্ভর হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি এ নির্ভরতাকে এখনই কমানোর পরামর্শ দেন। নচেত ভবিষত ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “দুর্নীতি উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দুর্নীতি রোধ ও সুশাসন নিশ্চিত করলে বার্ষিক প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে।”

সুশাসনের ওপর জোর দিয়ে সাবেক সচিব আতাউর রহমান বলেন, “উন্নয়নের পূর্ব শর্ত সুশাসন। বিভিন্ন ক্ষেত্রে নীতিমালাগুলো যেভাবে বাস্তবায়ন হওয়ার কথা তা হচ্ছে না। রাষ্ট্রীয় সব পর‌্যায়ে সুশাসন নিশ্চিত করতে পারলে উন্নয়ন তরান্বিত হবে।”

“ভারতের সঙ্গে কূটনীতিক নীতিতে আমরা টিকতে পারছি না। সরকারের সে বিষয়টি মাথায় রেখে পলিসি তৈরি করতে হবে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে” বলে মন্তব্য করেন অারেক প্রাক্তণ সচিব আলী আক্কাস।

সাবেক অতিরিক্ত সচিব হাফিজুল ইসলাম মিয়া বলেন, “হলমার্ক কেলেঙ্কারির ফলে ব্যাংকে ডিপোজিটের ওপর মানুষের আস্থা নেই। ডিপোজিটের জন্য দুই-একটি ব্যাংকের ওপর চাপ বাড়বে। তাই এ ইস্যুর বিচার না হলে ব্যাংকিং সেক্টরে বিপর্যয় নেমে আসবে।”

এছাড়াও অন্যান্যের মধ্যে সাবেক সচিব আতাউর রহমান, বাংলাদেশ ব্যাংকের জিএম আউয়াল সরকার, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম আলী আক্কাস, প্রাক্তণ ভাইস প্রেসিডেন্ট শওকত আলী, ইসলামিক ইকোনমিক্স রিসার্স ব্যুরো’র ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তরা সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহীতা ও সুশাসন নিশ্চিত এবং দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

অর্থ বাণিজ্য