আফগানিস্তানে প্রিন্স হ্যারির কর্মস্থলে হামলা, ২ সেনা নিহত

আফগানিস্তানে প্রিন্স হ্যারির কর্মস্থলে হামলা, ২ সেনা নিহত

আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি ক্যাম্প বেশনে হামলা চালিয়ে দুই মার্কিন মেরিন সেনাকে হত্যা করেছে তালেবানরা।

আফগানিস্তানের তালেবান বিদ্রোহীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত দক্ষিনাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে অবস্থিত সেনা ঘাঁটিটিতে শুক্রবার এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন মার্কিন ও ন্যাটো কর্তৃপক্ষ।

তবে বর্তমানে ঘাঁটিটিতে ‍অবস্থানরত ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি অক্ষত আছেন জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৭ সেপ্টেম্বর হ্যারি আফগানিস্তান পৌঁছান। আফগানিস্তানে এটি তার দ্বিতীয় সামরিক মিশন। ব্রিটেনের রাজকীয় বিমানবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার চালক হিসেবে সেখানে কর্তব্য পালন করছেন তিনি।

এর আগে ২০০৭ সালের শেষ নাগাদ প্রথমবারের সামরিক মিশনে তিনি হেলমান্দ প্রদেশে ১০ সপ্তাহ অবস্থান করেন। তবে সংবাদ মাধ্যমে তার আফগানিস্তানে অবস্থানের খবর ফাঁস হয়ে গেলে সম্ভাব্য তালেবান হামলার আশঙ্কায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয় তাকে।

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের তালিকায় তিন নম্বরে থাকা রাজপুত্র প্রিন্স হ্যারির দ্বিতীয়বারের মত আফগানিস্তান আসার খবর পেয়ে গত ১০ সেপ্টেম্বর তাকে হত্যার হুমকি দিয়েছিলো তালেবানরা।

কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায় ঘাঁটিতে হামলার সময় আট-দশজন তালেবান সদস্য ক্ষুদ্র অস্ত্র, রকেট এবং মর্টার ব্যবহার করেন।

ক্যাম্প ব্যাশন আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি। এক্ই সঙ্গে এটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত বিমান বন্দরও বটে। এখানে প্রতিদিনই অসংখ্য সামরিক বিমান ও হেলিকপ্টার ওঠানামা করে।

আন্তর্জাতিক