ভারত ও অস্ট্রেলিয়ার জয়

ভারত ও অস্ট্রেলিয়ার জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জিতেছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ২৬ রানে স্বাগতিক শ্রীলঙ্কাকে এবং অস্ট্রেলিয়া ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

ভারত: ১৪৬/৫ (ওভার ২০)
শ্রীলঙ্কা: ১২০ (ওভার ১৯.৩)
ফল: ভারত ২৬ রানে জয়ী

পি সারা ওভাল স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান করে ভারত। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৫৫ (*) ও রোহিম শর্মা ৩৭ রান করেন। এছাড়া যুবরাজং সিং ১১ এবং বীরেন্দ্র শেবাগ ও সুরেশ রায়না করেন সমান ১২ রান। দুটি উইকেট নেন নুয়ান কুলাসেকারা।

জবাবে ইরফান পাঠানের বোলিং তোপে নাকাল হয়েছে শ্রীলঙ্কা। ২৫ রান দিয়ে একাই পাঁচ উইকেট নিয়ে স্বাগতিকদের ইনিংসে ধ্বস নামান ইরফান। এছাড়া তিন উইকেট নেন কলকাতা নাইটরাইডার্সের পেসার লক্ষ্মীপতি বালাজি। শেষপর্যন্ত অলআউট হওয়ার আগে মাহেলা জয়াবর্ধনের ৩২ ও জীবন মেন্ডিসের ২৪ রানের কল্যাণে ১২০ রান করতে সমর্থ হয় শ্রীলঙ্কা।

এদিকে প্রস্তুতি ম্যাচের আরেক খেলায় অস্ট্রেলিয়া ৫৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৩৯ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৮৩ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। তিনটি উইকেট নেন ব্রাড হগ। এছাড়া দুটি করে উইকেট নেন শেন ওয়াটসন, ক্লিন্ট ম্যাকেই ও প্যাট কামিন্স।

খেলাধূলা