শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নিচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই প্রতিবেশির ম্যাচটি হবে সোমবার।
বিশ্বকাপ উপলক্ষ্যে যে ১২টি প্রস্তুতি ম্যাচের সূচি অনুমোদন করেছে আইসিসি সোমবারের ভারত-পাকিস্তানের ম্যাচটি সেগুলোর অন্যতম।
বিশ্বকাপ টুর্নামেন্টের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের সুযোগকে স্বাগত জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তিনি বলেন,‘ভারতের বিপক্ষে খেলাটা সবসময়েই প্রচন্ড চাপের। আর বিশ্বকাপের আগেই এ ধরনের ম্যাচের অভিজ্ঞতা আমাদের জন্য ভালো হবে।’
এদিকে বড় আসরটির আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ পেয়ে খুশি ভারতের কোচ ডানকান ফ্লেচারও,‘আমরা এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি যে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারি। সেজন্য এখানকার পরিবেশে অভ্যস্ত হওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রস্তুতি ম্যাচ দুটির অপেক্ষায় রয়েছি যেটা টুর্নামেন্টের জন্য যে ধরনের যে প্রস্তুতির প্রয়োজন সেটা পূরণ করবে।’
পৃথক গ্রুপে পড়ায় বিশ্বকাপে প্রাথমিক পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হচ্ছে না। তবে সুপার এইট পর্বে দেশদুটির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ পর্যন্ত মাত্র দুটি আনুষ্ঠানিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। সেটাও আবার পাঁচ বছর আগে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে। ডারবানে অনুষ্ঠিত লিগ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ড্র হয়েছিলো। পরে বোল-আউটে ভারত জয়লাভ করে। পরে ফাইনালেও মুখোমুখি হয়েছিলো চিরশত্রু প্রতিবেশি দেশদুটি। টান টান উত্তেজনার ওই ম্যাচে ৫ রানে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে মাহেন্দ্র সিং ধোনির ভারত।