প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের শেষ চলচ্চিত্র ‘রানওয়ে’ এবার ডিভিডিতে বাজারে পাওয়া যাবে। লেজার ভিশনের পরিবেশনায় তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এ ডিভিডিটি বাজারে আনছে।
এ বিষয়ে এ ট্রাস্টের পি আরও এবং কমিউনিকেশন অফিসার সাদিয়া দোহা জানান, ১৫ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের মাধ্যমে এ ডিভিডির মোড়ক উন্মোচন করা হবে। এতে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির প্রযোজক ক্যাথরিন মাসুদসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। এর আধ্যমে দর্শকরা ঘরে বসেও চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। আর পাইরেসি ঠেকাতেই এ উদ্যোগ।’
উল্লেখ্য, তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ‘রানওয়ে’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১০ সালে। এরপর প্রয়াত তারেক মাসুদ
নিজ উদ্যোগে ঢাকাসহ বিভিন্ন জায়গায় এর প্রদর্শনীর ব্যবস্থা করেন।