৮৫তম অস্কারে বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে ছবি দেওয়ার শেষ দিন শনিবার। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) পক্ষ থেকে এ দিন ঠিক করা হয়েছে।
বিএফএফএস’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্কারের মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে কোনো বাংলা চলচ্চিত্র ২০১১ সালের ১ অক্টোবর থেকে এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো প্রেক্ষাগৃহে ন্যূনতম ৭ দিন একটানা প্রদর্শিত হতে হবে। চলচ্চিত্রটির প্রথম প্রদর্শন কোনো ভাবেই টেলিভিশন কিংবা অনলাইনে হওয়া চলবে না। এছাড়া চলচ্চিত্রের সঙ্গে ইংরেজি ভাষায় সাবটাইটেল থাকতে হবে বলেও জানানো হয়।
এদিকে অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র মনোনয়নের জন্য বিএফএফএস’র সভাপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্য বিশিষ্ট ‘৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি’ গঠন করা হয়ছে।
কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কেএমআর মঞ্জুর, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব শাহ আলম কিরণ, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি আরিফা জামান মৌসুমী, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটরস গিল্ড’র সভাপতি আবু মুসা দেবু, ফিল্ম সেন্সর বোর্ডের সদস্য নাসিরুদ্দিন দিলু এবং চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী।
এছাড়াও অস্কার বাংলাদেশ কমিটি ও চলচ্চিত্র জমাদান প্রক্রিয়ায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বিএফএফএস’র সাধারণ সম্পাদক শিহাব আহমেদ সিরাজী।
শনিবার বিকেল ৫টার মধ্যে বিএফএফএস’র কার্যালয়ে অস্কারের নিয়মাবলী অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চলচ্চিত্র জমা দেওয়ার জন্য বিএফএফএস’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।