হলমার্ক কেলেঙ্কারি ভুল এড়াতেই মামলা করতে দেরি হচ্ছে: সোনালী ব্যাংক এমডি

হলমার্ক কেলেঙ্কারি ভুল এড়াতেই মামলা করতে দেরি হচ্ছে: সোনালী ব্যাংক এমডি

অর্থমন্ত্রী, মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশ থাকার পরেও হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পারেনি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, ভুল এড়ানোর জন্যই এই বিলম্ব।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ ব্যাপারে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, “কবে মামলা হবে তার নির্দিষ্ট দিন তারিখ বলতে পারছি না। যতো দ্রুত সম্ভব মামলা করা হবে। তবে, আমরা সময় ক্ষেপণ করছি না। আইনের ফাঁক-ফোঁকর দিয়ে অভিযুক্তরা যাতে বেরিয়ে যেতে না পারেন ও মামলা দায়েরে যাতে কোনো দুর্বলতা না থাকে সে জন্য সময় নেওয়া হচ্ছে।”

তিনি আরো বলেন, “এ মামলার ব্যাপারে ব্যাংকের প্যানেল আইজীবীদের বাইরেও দু’জন বিশিষ্ট আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। অভিযোগ (মামলা)  করতে গিয়ে তড়িঘড়ি করলে ভুল হতে পারে।”

অর্থ বাণিজ্য