আবারও সম্প্রসারণ হচ্ছে মন্ত্রিসভা। আগামীকাল বৃহস্পতিবারই শপথ নেবেন নতুন আরও পাঁচ জন মন্ত্রী ও দুই জন প্রতিমন্ত্রী। বঙ্গভবনে বিকেল তিনটায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইয়া, প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগের একাধিক সূত্র এ খবর দিয়েছে।
নতুন মন্ত্রী হিসেবে যাদের নাম জানা গেছে তারা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক চুন্নু।
আর প্রতিমন্ত্রী হচ্ছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাই।
এদের মধ্যে তোফায়েল আহমেদকে শিল্প মন্ত্রণালয় ও মহিউদ্দিন খান আলমগীরকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র আরও জানিয়েছে, এজন্য শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হতে পারে।
বুধবার রাতে এ নিয়ে যোগাযোগ করা হলে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার রাত ৯টা নাগাদ সম্ভাব্য মন্ত্রীদের বৃহস্পতিবার বিকেলে শপথের জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে রেসপন্স পাননি। বৃহস্পতিবার সকালে রেসপন্স পাবেন বলে আশা করছেন মন্ত্রিপরিষদ সচিব।
এ বিষয়ে জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, “সংসদ থেকে বেরিয়ে মন্ত্রিপরিষদ সচিবের ফোন ধরেছি। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবো আমরা।”
রাশেদ খান মেননেন মন্ত্রী হওয়া সম্পর্কে ওয়ার্কার্স পার্টির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি তারা নিশ্চিত করতে না পারেন নি। তবে বৃহস্পতিবার সকালে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সভা আহবান করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ওয়ার্কার্স পার্টির কোন নেতার মন্ত্রিসভায় যেতে হলে পার্টির উচ্চ পর্যায়ের অনুমোদনের বিষয় রয়েছে। এ কারণে আগামীকালের সভার সঙ্গে রাশেদ খান মেননের মন্ত্রী হওয়ার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।