আওয়ামী লীগ সরকারের ব্যর্থতাই বিএনপির জয়ের জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এজন্য শুধুমাত্র জনগণের ভোটের অধিকারটি নিশ্চিত করতে হবে।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির ৪র্থ বার্ষিকী উপলক্ষে’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর আক্ষেপ করে বলেন, তথাকথিত সংস্কারবাদীরা দুর্নীতি করেছিলেন বলে ১/১১’র সময় তাদের সম্পদ রক্ষার জন্য চেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, যারা নিজেদের বাঁচাতে চেয়েছিলেন, সাধারণ মানুষ তাদের ভুলে যাবে না।
গয়েশ্বর বলেন, রাজাকারদের কথা যেমন মানুষ ভোলে না, সুবিধাবাদীদেরও তেমনি ভুলবে না। তবে এই সুবিধাবাদীদের সরানো কঠিন কাজ বলেও আক্ষেপ করেন তিনি।
গয়েশ্বর সরকারের উদ্দেশ্যে বলেন, বিএনপির প্রতি এতো বিষাদ কেন? টেলিভিশনের আলোচনা, পত্র-পত্রিকায় লেখালেখি এবং গোয়েন্দা সংস্থাদের খোঁজাখুঁজিতেও তারেকের নামে দুর্নীতির কোনো তথ্য মেলেনি।
পরিষদের সভাপতি রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গাজী মাজহারুল ইসলাম দোলন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ডাবলু হোসেন, জাসাস নেতা মনির খান প্রমুখ।