ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের প্রায় দুই মাস পর বুধবার রাতে ১৪৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ স্বাক্ষরিত এ কমিটিতে ২৬ জন প্রেসিডিয়াম, ৫ জন যুগ্ম-সম্পাদক, ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।
গত ১৪ জুলাই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওমর ফারুক চৌধুরীকে সভাপতি ও হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন- ড. মীজানুর রহমান, শেখ ফজলুর রহমান মারুফ, শেখ শামসুল আবেদিন, চয়ন ইসলাম, ড. আহমদ আল কবির, সাইদুর রহমান শহিদ, আলতাফ হোসেন বাচ্চু, জাহাঙ্গীর কবির রানা, সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান, আব্দুস সাত্তার হিরণ, আতাউর রহমান, বেলাল হোসাইন, এনায়েত কবির চঞ্চল, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, আনোয়ারুল ইসলাম, বিএম আমজাদ হোসেন, শাহজাহান ভ্ইুয়া, নিখিল গুহ, মোতাহার হোসেন সাজু ও মোখলেছুর রহমান হিরু।
যুগ্ম সম্পাদকরা হলেন, মহিউদ্দিন মহি, মঞ্জুর আলম শাহিন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, সুব্রত পাল ও নাসরিন জাহান চৌধুরী শেফালী।
সাংগঠনিক সম্পাদকরা হলেন- সালাহ উদ্দিন মাহমুদ জাহিদ, আমির হোসেন গাজী, বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহমেদ নাসিম পাভেল, ফারুক হাসান তুহিন, এমরান হোসেন খান। সাংগঠনিক সম্পাদকের দুটি পদ খালি রাখা হয়েছে।