লিস্টিং রেগুলেশন আইপিও’র অর্থ খরচের তথ্য ডিএসইকে জানাতে হবে

লিস্টিং রেগুলেশন আইপিও’র অর্থ খরচের তথ্য ডিএসইকে জানাতে হবে

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনকারী কোম্পানিগুলোর প্রসপেকটাসে যেসব খাতে অর্থ খরচের কথা বলা হয়, তা বাস্তবায়ন সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানানোর বিধান রেখে লিস্টিং রেগুলেশনের সংশোধন আনতে যাচ্ছে স্টক এক্সচেঞ্জটি।

কোম্পানিগুলো যাতে সাধারণ বিনিয়োগকারীদের টাকা নিয়ে অন্য কোনো কাজে বা অনৈতিকভাবে ব্যবহার না করতে পারে এ জন্যই এ সংশোধনী আনা হচ্ছে বলে জানান ডিএসইর সভাপতি রকিবুর রহমান।

সোমবার ডিএসই বোর্ড সভা শেষে সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এছাড়া স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরবর্তী তিন বছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) এজেন্ডায় আইপিও অর্থ খরচের খাতগুলো উল্লেখ করতে হবে। যাতে সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর কাছে এসব বিষয়ে জানতে চাইতে পারেন। এতে বিনিয়োগকারীদের কাছে কোম্পানিগুলোর জবাবদিহিতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ প্রক্রিয়ার অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, ‘‘চলতি সপ্তাহের বৃহস্পতিবার ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত সাব কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ কমিটিতে আলোচনার মাধ্যমে বিষয়গুলো চূড়ান্ত করা হবে। পরবর্তীতে তা নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উপস্থাপন করা হবে। এসইসি’র অনুমোদনের পরেই তা কার্যকর করতে পারবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে বিষয়গুলো এখনও প্রক্রিয়াধীন রয়েছে।’’

তবে কবে নাগাদ এ সংশোধন সম্পন্ন হবে তা জানান নি রকিবুর রহমান।

বর্তমানে পুঁজিবাজারে যে কোনো প্রতিষ্ঠান তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে লিস্টিং রেগুলেশন ১৯৯৯ অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হয়। কোনো কোম্পানি লিস্টিং রেগুলেশন পরিপালনে সম্মত হয়। আর এ জন্য কোম্পানির সঙ্গে স্টক এক্সচেঞ্জের একটি লিস্টিং এগ্রিমেন্ট সম্পন্ন হয়।

এদিকে এসইসি নির্মাণাধীন সার্ভিল্যান্স সফটওয়্যারের সঙ্গে ডিএসই’র লেনদেনে ব্যবহৃত সফটওয়্যারটির সংযোগ প্রদানে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই স্থাপনের বিষয়ে ডিএসই বোর্ডে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা এসইসি নির্ধারিত সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে বলেও জানান তিনি।

জানা গেছে, ডিএসই এপিআই স্থাপন না করলে এসইসি সার্ভিল্যান্স সফটওয়্যারটি ডিএসই’র সঙ্গে সংযোগ করা সম্ভব হবে না। এ কারণে এসইসি ডিএসইর লেনদেন পর্যবেক্ষণ করতে সক্ষম হবে না। তাই আগামী ৩০ অক্টোবরের মধ্যে এজিআই স্থাপনের জন্য এসইসি ডিএসইকে নির্দেশ দিয়েছে।

অর্থ বাণিজ্য