নিটোল-নিলয় গ্রুপের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এয়ারটেল বাংলাদেশ লি.। বুধবার এয়ারটেলের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
এ চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে টাটা প্যাসেঞ্জার গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান নিটোল-নিলয় গ্রুপ তাদের বিক্রয়কৃত প্রতিটি টাটা প্যাসেঞ্জার গাড়ির সঙ্গে এয়ারটেল ডাটা সিম কার্ডসহ ভিটিএস (ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম) সংযোগ প্রদান করবে।
নিটোল নিলয় গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএএইচ ইসমাইল এবং এয়ারটেল বাংলাদেশ লি. এর চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার অভয় শেঠ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লি. এর হেড অফ কর্পোরেট সেলস অ্যান্ড এসএমই আদিল হোসেন এবং নিটোল মটরস লি. এর হেড অফ সেলস (প্যাসেঞ্জার কার ডিভিশন) ইঞ্জিনিয়ার মো: রাশেদুল ইসলাম।