শ্রীলঙ্কায় খেলার জন্য মুখিয়ে আশরাফুল

শ্রীলঙ্কায় খেলার জন্য মুখিয়ে আশরাফুল

শ্রীলঙ্কা আশরাফুলের জন্য পয়া ভেন্যু। লঙ্কার মাটিতে তিনি খুব ভালো খেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও জ্বলে উঠার অপেক্ষায় জাতীয় দলের এই ক্রিকেটার।

ত্রিনিদাদ এন্ড টোবাগো থেকে বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কায় পৌঁছে আশরাফুল তাদের প্রস্তুতি সম্পর্কে বলেছেন,‘গত কয়েক মাসে অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি আমরা। শ্রীলঙ্কায় যে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবো সেগুলো ধরলে প্রায় ১৭ থেকে ১৮টা ম্যাচ খেলা হবে আমাদের। টি-টোয়েন্টির আগের বিশ্বকাপগুলোতে যে প্রস্তুতি হয়েছে তারচেয়ে অনেক ভালো প্রস্তুতি নিয়ে খেলতে যাচ্ছি এবার। এছাড়া আমাদের বেশ কয়েকজন শ্রীলঙ্কায় এসএলপিএল খেলেছে, যা খুব কাজে দেবে। আমার বিশ্বাস দলের প্রত্যেকে জানে সংক্ষিপ্ত ভার্ষন ক্রিকেটে কি করা প্রয়োজন।’

বাংলাদেশ দল বিসিবি একাদশের অন্তরালে ত্রিনিদাদ এন্ড টোবাগেতে চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে কলম্বো গিয়েছে। ত্রিনিদাদের অভিজ্ঞতা সম্পর্কে ওপেনার আশরাফুল জানান, ‘আমি মনে করি টুর্নামেন্টে আমরা মোটামুটি ভালো করেছি। বার্বাডোস এবং আফগানিস্তানকে চেজ করে সহজ ভাবে হারাতে পেরেছি। ত্রিনিদাদ এন্ড টোবাগোর বিপক্ষেও আমাদের জেতা উচিৎ ছিলো। ১২ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরও শেষ ওভারে গিয়ে হোমে তারা জেতে। কুইন্স পার্ক ওভালে পরে ব্যাট করা সহজ কিন্তু বোলিং করা কঠিন ছিলো। পুরো টুর্নামেন্টে বৃষ্টি পিছু ছাড়েনি এবং শিশিরের জন্য বল গ্রিপ করা যাচ্ছিলো না।’

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে খেললেও পরের দুই বিশ্বকাপে আর কোন ম্যাচ জেতেনি বাংলাদেশ। সেই দলের অনেক ক্রিকেটারই খেলছেন বর্তমান দলে। আশরাফুলের মতে, ‘টি-টোয়েন্টির জন্য বেশ কয়েকজন আদর্শ ক্রিকেটার আছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এবং আব্দুর রাজ্জাক। জিয়াউর রহমান বড় শট খেলতে পারে। মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠেছেন। ইলিয়াস সানিও টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করেছেন। মাশরাফি বিন মুর্তজার ফিরে আসাটা আমাদের জন্য বড় পাওয়া। সে ছন্দে আছে। নিচের দিকে তার ব্যাটিং খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।’

ওয়ানডে এবং টেস্টে চার নম্বরে ব্যাট করলেও রিচার্ড পাইবাস প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর আশরাফুলকে টি-টোয়েন্টিতে ওপেন করাচ্ছেন। আসন্ন বিশ্বকাপে নিজের ব্যক্তিগত পারফরমেন্স সম্পর্কে তিনি বলেছেন, ‘ওপেনার হিসেবে সম্প্রতি আমি ভালো খেলছি। ভালো ভাবে বল মোকাবেলাও করতে পারছি। শ্রীলঙ্কায় খেলতে আমি পছন্দ করি। এখানে আমার অনেক ভালো স্মৃতি আছে। সত্যি বলতে টুর্নামেন্টে (বিশ্বকাপ) খেলার জন্য আমি মুখিয়ে আছি।’

খেলাধূলা