উন্মোচিত হলো ‘টেলিভিশন’- এর আন্তর্জাতিক দ্বার

উন্মোচিত হলো ‘টেলিভিশন’- এর আন্তর্জাতিক দ্বার

২০০৯ সাল থেকে ‘টেলিভিশন’ নামের ছবির চিন্তা-ভাবনা শুরু করেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। তারপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছবিটির প্রযোজনা সংস্থার সাথে যুক্ত হয় স্টার সিনেপ্লেক্স। ইতিমধ্যে মুক্তির আগেই গত জুলাই মাসে ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি জিতে নিয়েছে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন’ পুরস্কার। এবার অপেক্ষা শুধু ওয়ার্ল্ড প্রিমিয়ারের। অবশেষে বুসান ফেস্টিভ্যাল থেকে আসে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য সুসংবাদ। ২০১২ সালের ১৭তম  আন্তর্জাতিক বুসান ফিল্ম ফেস্টিভ্যালে সমাপনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ‘টেলিভিশন’।

এ উপলক্ষে বুধবার গুলশানের একটি রেস্তোরাঁয় চলচ্চিত্রটির আন্তর্জাতিক ট্রেলার উন্মোচনের পাশাপাশি ওয়াল্ড প্রিমিয়ার, ভিডিও চিত্র প্রদর্শন এবং সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছিল।

উক্ত অনুষ্ঠানে এ চলচ্চিত্রের কলাকুশলী, প্রযোজক, অভিনয় শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান, গুণী নির্মাতা মোরশেদুল ইসলাম, গোলাম রব্বানী বিপ্লব, আবু সাইয়ীদ, হান্নান রহমান, মেজবাউর রহমান সুমন, গিয়াসউদ্দিন সেলিম, এনামুল কবির নির্ঝরসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপর এ চলচ্চিত্রটি নিয়ে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন নির্মাতা গোলাম রব্বানী বিপ্লব, মেজবাউর রহমান সুমন, মোরশেদুল ইসলাম, আর্শিবাদ চলচ্চিত্রের হাবিবুর রহমান, বাংলাভিশনের ফাইন্যান্স পরিচালক আশরাফ উদ্দিন, চ্যানেল আইয়ের আনিসুল হক, মোস্তফা সরওয়ার ফারুকী এবং সবশেষে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

প্রত্যেকেই এ চলচ্চিত্রের নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীকে সাধুবাদ জানান এবং বাংলাদেশের সিনেমা আরও বড় কোনো সম্মান দেশের জন্য বয়ে আনুক তা কামনা করেন।

নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘আজ খুব ভালো লাগছে আমার। বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সন্মানের দিন আজ। টেলিভিশন চলচ্চিত্রটি শুধু বুসান উৎসবে অংশগ্রহণই করছে না, এটা ২০১২ এর উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে অংশ নিচ্ছে। এটা সত্যিই অনেক সন্মানের।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বাংলাদেশের তরুণরা সিনেমার গল্প বলার ধারাটাকে বিশ্ব সিনেমায়  একটা নতুন ধারা তৈরির চেষ্টা করছে। এটা আমার কথা না। এটা বলেছেন বুসান চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান বিভাগের পরিচালক কিম জি সিওক। তাই এদেশে বেশি বেশি মেধাবী অনেক নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ করা উচিত।’

এছাড়া তিনি চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে সিনেমা নির্মাণের জন্য একটা ‘ইয়ং প্রজেক্ট’ করার প্রস্তাব দেন। যেখান থেকে বাংলাদেশের অনেক মেধাবী তরুণদের সিনেমা নির্মাণের স্বপ্ন সত্যি হবে।’

এর উত্তরে ফরিদুর রেজা সাগর বলেন, ‘অবশ্যই। আমি চাই বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়ন হোক। ৪-৫টি সিনেমা না হলেও ইমপ্রেস টেলিফিল্ম অন্তত বছরে একটি ছবি নির্মাণের দায়িত্ব নেবে।’

বিশ্বের শীর্ষ দশ উৎসবের একটি বলে বিবেচিত হয় আর্ন্তজাতিক বুসান ফিল্ম ফেস্টিভ্যাল। এ বছরে এ ফেস্টিভ্যালে শক্তিশালী লাইন আপ এ রয়েছে বিখ্যাত পরিচালক ইরানের কিংবদন্তী চলচ্চিত্রকার মোহসেন মাখমালবাফের ‘দ্য গার্ডেনার’, জাপানি পরিচালক আতসুশি ফুনহাসির ‘আন্ডার দ্য চেরি ট্রি’, আব্বাস কিয়ারসতামির ‘লাইক সামওয়ান ইন লাভ’সহ আরো অনেক বিখ্যাত নির্মাতাদের চলচ্চিত্র। শেষ পর্যন্ত লড়াই করে টিকে থাকে ‘টেলিভিশন’।

‘টেলিভিশন’ চলচ্চিত্রটির কাহিনী যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরওয়ার ফারুকী। এ সিনেমার গল্প বিষয়ে পরিচালক জানান, গল্পটি সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলব, এটা একটা গ্রামের পরিবারের গল্প। এখানে একটি গ্রামের বাবা ও ছেলের সম্পর্ক, ওস্তাদ- সাগরেদের গল্প ও প্রেমিক-প্রেমিকার নানা কাহিনী তুলে ধরা হয়েছে ।

টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী তিশা, কাজী শাহীর হুদা রুমী, শামীম শাহেদ, মুকিত মজুমদারসহ আরও অনেকে।

ছবিটি বাংলাদেশের সিনেমা হলে মুক্তির বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বুসান ফেস্টিভ্যাল থেকে ফিরে এসেই এ সিনেমার অডিও বাজারে আনব। তারপর ডিসেম্বর নাগাদ সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।

উল্লেখ্য, বুসান চলচ্চিত্র উৎসব শুরু হবে ৪ অক্টোবর। এবার ৭৫টি দেশের মোট ৩০৪টি ছবি থাকছে এ উৎসবে। আগামী ১৩ অক্টোবর এই ছবি প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এ চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন। সেই সাথে এখানেই মোস্তফা সরওয়ার ফারুকীর চলচ্চিত্র ‘টেলিভিশন’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এছাড়া ছবিয়াল, স্টার সিনেপ্লেক্স ও মোগাদার ফিল্ম (জার্মানি) প্রযোজিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রটি এর আগে গুটেনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালে চিত্রনাট্যের জন্য পুরস্কার জিতে নেয়।

বিনোদন