চিনি রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার

‘আমদানি নীতি আদেশ ২০১২-২০১৫’ এবং সমুদ্রে তেলগ্যাস অনুসন্ধানে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০১২-এর জন্য প্রণীত মডেল পিএসসি (উৎপাদন-বণ্টন চুক্তি)-২০১২ সহ পাঁচটি প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, আজকের বৈঠকে চিনি রফতানির ওপর জারি করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করে চিনি রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। তবে সরকার ইচ্ছে রকরলে যে কোনো সময় আবার তা বন্ধ করে দিতে পারে।

উল্লেখ্য, দেশে চিনিমিল মালিকরা দীর্ঘদিন ধরে চিনি রফতানির দাবি জানিয়ে আসছিলো।

অতিরিক্ত সচিব বলেন, “বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর স্থাপন’ প্রকল্পটি সরকারি পর্যায়ে  বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে সভায় ‘জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক (ঢাকা বাইপাস) চারলেনে উন্নীতকরণ’ প্রকল্প পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রোগ্রামের আওতায় বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।”

বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০১২-এর জন্য প্রণীত মডেল পিএসসি অনুমোদনের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোঃ মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “নতুন নীতিমালায় গ্যাস রফতানির বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। উত্তোলনকারী প্রতিষ্ঠানের মালিকানাধীন অংশের প্রতি ইউনিট গ্যাসের মূল্য হবে ট্যাক্সসহ ৫ ডলার।”

এছাড়া উত্তোলনের সময় ক্ষতির সম্মুখীন হলে তার জন্য ক্ষতিপূরণের শর্ত যোগ করা হয়েছে নতুন নীতিমালায়। এতে খননে সময় পরিবেশ সংরক্ষনের বিষয়টি রয়েছে বলেও জানান জ্বালানি সচিব।

এছাড়া বৈঠকে উপস্থাপিত মাগুরা টেক্সটাইল মিলস লিমিটেডের দরপত্রে পাওয়া ৩১ কোটি টাকায় ও রাঙামটি টেক্সটাইল মিলস লিমিটেডের দরপত্রে পাওয়া ২৯ কোটি ১০ লাখ টাকায় বিক্রি সংক্রান্ত প্রাইভেটাইজেশন কমিশনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কমিটি। আরো পরীক্ষা-নীরিক্ষা করে পরবর্তী সভায় এ দুটি প্রস্তাব উপস্থাপন করতে বলা হয়েছে বলে জানান নূরুল করিম।

অর্থ বাণিজ্য