পঞ্চাশ হাজার মেট্রিক টন গমসহ ৭টি দরপত্র প্রস্তাব অনুমোদন

পঞ্চাশ হাজার মেট্রিক টন গমসহ ৭টি দরপত্র প্রস্তাব অনুমোদন

পঞ্চাশ হাজার মেট্রিক টন গম ও ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়সহ ৭টি দরপত্র প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, আজকের বৈঠকে মোট ৭টি দরপত্র প্রস্তাব অনুমোদিত হয়েছে।

অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি খাতে ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেড কর্তৃক পরিচালিত ভোলা তিন বছর মেয়াদি সাড়ে ৩৪ মেগাওয়াট গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মেয়াদ আরো ২ বছর বৃদ্ধি এবং বাকি চারটি হচ্ছে বিদ্যুৎ সরঞ্জামাদি ক্রয় সংক্রান্ত।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ-১-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের অনুমোদন দিয়েছে কমিটি। ভারতীয় কোম্পানি এলএমজে ইন্টারন্যাশনাল লিমিটেড এ গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয়েছে ৩৪৪ ডলার। এতে মোট ব্যয় হবে ১৪১ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা।

কাফকো থেকে প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ে মোট ব্যয় হবে ১০৭ কোটি ৬৪ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের মূল্য ধরা হয়েছে ৪৩৬ দশমিক ৫০ ডলার।

নূরুল করিম জানান, বেসরকারি খাতে ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেড কর্তৃক পরিচালিত ভোলা তিন বছর মেয়াদি সাড়ে ৩৪ মেগাওয়াট গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মেয়াদ আরো ২ বছর বাড়ানো হয়েছে। এখান থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৩ টাকা ৫৭ পয়সা।

এছাড়া পল্লীবিদ্যুৎ সম্প্রসারণে ১৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান প্রকল্পের আওতায় চারটি বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এরমধ্যে বিড প্যাকেজ-১৪ এর আওতাধীন ১৫ হাজার ৬৪০টি সরবরাহ ট্রান্সফরমার ক্রয়ে মোট ব্যয় হবে ৮৯ কোটি টাকা। মেসার্স টেকনো ভেঞ্চার লিমিটেড ও টিএস ট্রান্সফর্মার লিমিটেড দু’টি লটে এগুলো সরবরাহ করবে।

বিড প্যাকেজ-০৯-এর আওতাধীন ১৫ হাজার ৬৬০ কিলোমিটার বৈদ্যুতিক তার (কন্ডাক্টর বেয়ার) ক্রয়ে মোট ব্যয় হবে ১১৫ কোটি ৯৮ লাখ ৭২ হাজার টাকা। এসবিএস কেবলস এবং বিআরবি কেবলস দু’টি লটে এগুলো সরবরাহ করবে।

তৃতীয়টি হচ্ছে ৬৩টি পাওয়ার ট্রান্সফর্মার ক্রয়ে মোট ব্যয় হবে ৬৯ কোটি ৪২ লাখ টাকা। দুটি লটে এগুলো সরবরাহ করবে মেসার্স টেকনো ভেঞ্চার ও এনার্জিপ্যাক ট্রান্সফর্মার।

চতুর্থটি হচ্ছে- ৯ হাজার ৪৬০ কিলোমিটার ইন্স্যুলেটেড কন্ডাক্টর ক্রয়। এতে মোট ব্যয় হবে ৪৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকা। দু’টি লটে এটি সরবরাহ করবে বিএনটি কেবলস এবং এসকিউ ওয়্যার অ্যান্ড কেবলস।

অর্থ বাণিজ্য