চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিংপিং কোথায় ?

চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিংপিং কোথায় ?

চীনের ভবিষ্যত সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচিত প্রবল প্রতাপশালী বর্তমান ভাইস প্রেসিডেন্ট শি জিংপিংয়ের বর্তমান অবস্থান নিয়ে গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গণমাধ্যম এবং জনসম্মুখে দেখা যায়নি তাকে। এ সময়ের মধ্যে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্যও দেয়নি চীনা কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি সরকারি কোনো কার্যক্রমে অংশ নেননি বলে জানা গেছে। এমনকি চীন সফররত ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গেও সোমবারে অনুষ্ঠিত তার বৈঠক বাতিল করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে বিদেশী প্রতিনিধিদের সঙ্গে তার পূর্ব নির্ধারিত চারটি গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এমনকি গত শুক্রবার চীনের কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেননি তিনি।

ধারণা করা হচ্ছে আগামী মাসে চীনের সর্বোচ্চ ক্ষমতাশালী কমিউনিস্ট পার্টির দলীয় কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে চীনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হবে তাকে। তবে গুজব উঠেছে নেতৃত্ব নিয়ে কমিউনিস্ট পার্টির মধ্যকার মতবিরোধ এখনও সমাধান না হওয়ায় সেই বৈঠকের দিন তারিখ ঠিক করা হয়নি।

ক্ষমতার পালাবদলের এমন গুরুত্বপূর্ণ সময়ের আগে ভাইস প্রেসিডেন্ট শি জিংপিংয়ের হঠাৎ অদৃশ্য হওয়ার বিষয়টি ব্যাপক রহস্যের জন্ম দিয়েছে। সোমবার ডেনিস প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিলের আগে গত বুধবার চীন সফররত যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গেও তার বৈঠক বাতিল করা হয়।  হিলারির সঙ্গে তার বৈঠকে অনুষ্ঠিত না হওয়ার বিষয়টি ব্যাপক আলোচিত হয় কারণ চলতি বছরের প্রথমে ওয়াশিংটন সফরে গেলে জিংপিংকে চীনের রাষ্ট্র প্রধানের মত করেই সংবর্ধনা দেওয়া হয়েছিলো।

এই দুই বৈঠকের পাশাপাশি তিনি সিংগাপুরের প্রধানমন্ত্রী ও রাশিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকও বাতিল করেন। এ ব্যাপারে কৌতুহল ঘনীভুত হলেও মুখ খুলছেন না চীনা কর্তৃপক্ষ। সোমবারের প্রেসব্রিফিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রকে জিংপিংয়ের অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি এ ব্যাপারে কোনো তথ্য দেননি। পাশাপাশি চীনের মাইক্রোব্লগ সাইটে শি জিংপিংয়ের কোন তথ্য জানতে চাইলে তা ব্লক হয়ে যাচ্ছে বলে জানা গেছে।

শীর্ষ নেতৃত্বের পরিবর্তনকে সামনে রেখে গত কয়েকমাসে বেশ কয়েকটি বড় বড় রাজনৈতিক কেলেঙ্কারি ঝাঁকুনি দিয়েছে বেইজিংকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চংকিং নগরীর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বো সিলাইয়ের অব্যাহতি। এক ব্রিটিশ ব্যবসায়ী হত্যার সঙ্গে স্ত্রীর জড়িত থাকার অভিযোগে সরিয়ে দেওয়া হয় চীনের রাজনীতির উদীয়মান তারকা হিসেবে পরিচিত এই রাজনীতিককে।

আন্তর্জাতিক