দলের অভ্যন্তরীন সকল ধরনের কোন্দল মিটিয়ে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া দলীয় নেতাদের প্রতি এ আহ্বান জানান। মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়ে শেষ হয় রাত ১২টায়।
দলীয় নেতাদের প্রতি খালেদা বলেন, দেশের রাজনীতি, অর্থনীতি, গনতন্ত্র এখন সংকটে রয়েছে। মানুষের ভোটের অধিকার, বেচে থাকা হুমকির মুখে।
বিরোধীদলীয় নেত্রী বলেন, এখন দেশ বাচাতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন দেশবাসী মেনে নিবে না। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগকে বাধ্য করতে হবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে।
মুন্সিগঞ্জের নেতাদের উদ্দেশ্যে খালেদা বলেন, আপনাদের ভেতরে কোনো সমস্যা থাকলে নিজেরাই তা মিটিয়ে ফেলুন। জেলা থেকে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার নির্দেশ দেন তিনি।
জেলা বিএনপি নেতারা, মুন্সিগঞ্জ বিএনপির বিভিন্ন সমস্যা তুলে ধরেন নেত্রীর কাছে।
খালেদা জিয়াকে আশ্বস্ত করে তারা বলেন, আপনি যে কর্মসূচি দেবেন, আন্দোলনের ডাক দেবেন, তা সফল করতে আমরা প্রস্তুত রয়েছি। এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার জন্যে যে কোনো আন্দোলনে যেতে প্রস্তুত।
সরকারের কোনো বাধাই এ ক্ষেত্রে কাজে আসবেনা বলে জানান জেলা নেতারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, সিনিয়র সহ সভাপতি শাহজাহান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, প্রচার সম্পাদক হাজী মো. রাশেদ, সহ সাংগঠনিক সম্পাদক ভিপি শাহীন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ইরাদত মানুসহ বিভিন্ন উপজেলা ও ইউনিট কমিটির মোট ৪২ জন নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে এবং আন্দোলন ও বিএনপির প্রতি জনসমর্থন বাড়াতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ধারাবাহিক এ মতবিনিময় করছেন খালেদা জিয়া।