টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট আজমলের

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট আজমলের

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরজের তৃতীয় ও শেষ ম্যাচে দুই উইকেট শিকারের মাধ্যমে এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

আজমলের আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি ছিলো শহীদ আফ্রিদির। ৫৮টি উইকেট নিয়ে সবার আগে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুটি উইকেট নিয়ে আফ্রিদিকে টপকে যান অফস্পিনার আজমল। ৪৩ ম্যাচ খেলে ৬০ উইকেট নিয়ে শীর্ষ স্থান দখল করেছেন ডানহাতি বোলার।

অসিদের বিপক্ষে চোটের জন্য খেলতে পারেননি আফ্রিদি। এ সুযোগে তাকে টপকে দ্বিতীয়স্থান দখল করেছেন উমর গুল। শীর্ষ তিনজনের মধ্যে রয়েছেন পাকিস্তানি বোলাররা। আর ৩০ জনের মধ্যে জায়গা পাননি কোনো ভারতীয় বোলার। ১৮ ম্যাচে ২০ উইকেট নিয়ে ৩৭তম স্থানে রয়েছেন ইরফান পাঠান।

টি-টোয়েন্টিতে এপর্যন্ত ১৫৪ ওভার বোলিং করে ৬০টি উইকেট নিয়েছেন আজমল। মোট রান দিয়েছেন ৯২৯। এর মধ্যে এক ওভার মেডেন আছে তার। সেরা বোলিং স্পেল হলো ১৯ রান দিয়ে চার উইকেট শিকার।

খেলাধূলা