শনিবার ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষকরা

শনিবার ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষকরা

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শনিবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।

সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুজিবুর রহমান।

মুজিবুর রহমান জানান, সাধারণ সভার প্রধান সিদ্ধান্ত হচ্ছে, বুয়েটের শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক করতে শনিবার থেকেই ক্লাসে যাচ্ছেন শিক্ষকরা। শিক্ষক-শিক্ষার্থী সবার মিলিত সহযোগিতায় বুয়েট সামনে এগিয়ে যাবে।

তিনি বলেন, ‘‘এর আগে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব আমাদের যে সকল আশ্বাস দিয়েছিলেন সেগুলোর বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে উপ-উপাচার্যকে প্রত্যাহার করা হয়েছে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের অন্য দাবিগুলোরও বাস্তবায়ন হবে বলে আশা করি।’’

এদিকে ডিনস কমিটির বৈঠকেও শনিবার থেকে ক্লাস শুরুর কথা বলা হয়েছে।

বাংলাদেশ