লটারির মাধ্যমে নির্বাচন হলে অবিশ্বাসের স্তর আরো নিচে নামবে: সুরঞ্জিত

লটারির মাধ্যমে নির্বাচন হলে অবিশ্বাসের স্তর আরো নিচে নামবে: সুরঞ্জিত

দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, লটারি-ফটারির মাধ্যমে নির্বাচন হলে রাজনীতির উপর অবিশ্বাসের স্তর আরো নিচে নেমে আসবে। এভাবে নির্বাচন হওয়ার ঘটনা পৃথিবীর কোথাও নেই।

সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘সংসদীয় গণতন্ত্র-বিরোধী দলের অপরাজনীতি: আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় নির্বাচন প্রক্রিয়া নিয়ে ড. আকবর আলী খানের একটি বক্তব্যের সমালোচনা করে এ মন্তব্য করেন।

সুরঞ্জিত বলেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে সুশীল সমাজ তথা বুদ্ধিজীবী মহল নানা রকম প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচন হতে পারে দুটি পন্থায়। একটি সাংবিধানিক পন্থায়, অন্যটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে।

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী অনড় অবস্থান ছেড়ে দু’টি পদক্ষেপ নিচে নেমে এসেছেন। এখন প্রধানমন্ত্রী বলছেন, নির্দলীয় সরকার বাদে সর্বদলীয় সরকারের অধীনে এমন কি বিরোধী দলীয় সরকারের অধীনেও নির্বাচন হতে পারে। কিংবা ছোট একটি কেবিনেট করে তার মাধ্যমে নির্বাচন করতে পারে নির্বাচন কমিশন।’’

‘‘নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রী যখন অনড় অবস্থান থেকে সরে এসেছেন তখন বিরোধী দলেরও সামনে এগিয়ে আসা উচিত।’’

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা লায়ন মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ব শান্তি পরিষদের সহ সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু প্রমুখ।

রাজনীতি