কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।
সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা প্রতি হাজারে কমিশন ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা করার দাবি জানান।
এছাড়া মানববন্ধনে অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন সিম কার্ড প্রদান, বন্ধ হয়ে যাওয়া পিপলসটেল, ন্যাশনাল ফোন ও ঢাকা ফোন নামে ৩ মোবাইল ফোন কোম্পানির কাছে রিচার্জ ব্যবসায়ীদের পাওনা অর্থ ফেরত, ন্যাশনাল টেলি কমিউনিকেশন মনিটরিং সেন্টারে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।
সেই সঙ্গে এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজা, সদস্য শফিকুর রহমান প্রমুখ।