সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক নিম্নমুখী হলেও গত কার্যদিবসের চেয়ে বেশি লেনদেন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
এদিন পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল তিতাস গ্যাস এবং দ্বিতীয় অবস্থানে ইউনিক হোটেল কোম্পানির শেয়ার।
তিতাস গ্যাসের মোট ৮৩ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন তিতাস গ্যাস কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৯০ দশমিক ৩ টাকা এবং সর্বনিম্ন ৮৭ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৮৫ দশমিক ৯ টাকা।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৮ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
সোমবার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ৮ হাজার ৯২ কোটি ৭৭ লাখ ৬৭ হাজার টাকায়। এর অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৪২ কোটি ১০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ৯৪ কোটি ২১ লাখ ১৬ হাজার ৩০টি শেয়ার রয়েছে। এর মধ্যে সরকারের কাছে ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৫ শতাংশ শেয়ার রয়েছে।
এদিন লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তিতাস গ্যাস কোম্পানির মোট লেনদেন হয় ৮৩ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৬০০ টাকা, ইউনিক হোটেল ৩৮ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৩২ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা, যমুনা অয়েল ২৪ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৮০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ২৩ কোটি ৬৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, জিবিবি পাওয়ার ২২ কোটি ৮০ লাখ ৮২ হাজার ১০০ টাকা, গোল্ডেন সন ২২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার টাকা, সায়হাম কটন মিলস ১৯ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৬০০ টাকা, আরএন স্পিনিং ১০ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯০০ টাকা এবং এমআই সিমেন্ট ১৮ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা।
শেয়ার হাতবদলের ভিত্তিতে (সংখ্যায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি মধ্যে- তিতাস গ্যাস ৯৩ লাখ ৭৪ হাজার ৫০০টি শেয়ার হাতবদল হয়, ইউনাইটেড এয়ার ৮৭ লাখ ৪৫ হাজার ১০০টি, সায়হাম কটন মিলস ৬৬ লাখ ২২ হাজারটি, আরএন স্পিনিং ৫৬ লাখ ৮৬ হাজার ২৫০টি, জিবিবি পাওয়ার ৫১ লাখ ২৪ হাজার ৪০০টি, গোল্ডেন সন ৩৫ লাখ ১৫ হাজারটি, ন্যাশনাল ব্যাংক ২৮ লাখ ৪২ হাজার ২০০টি, ইউনিক হোটেল ২৫ লাখ ৭১ হাজার ১০০টি, বিইডিএল ২৪ লাখ ৭৯ হাজার ৮০০টি এবং কেয়া কসমেটিকসের ২৪ লাখ ৬২ হাজারটি শেয়ার হাতবদল হয়।