চীনে অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে না, প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা

চীনে অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে না, প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা

বৈশ্বিক অর্থনীতিতে চলমান মন্দার কারণে রফতানি আশানুরূপ না বাড়া এবং একই সঙ্গে আমদানি কমে যাওয়ায় চীনের প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরের আগস্টে বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ব বাজারে চাহিদা অপরিবর্তীত থাকায় গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে মাত্র ২ দশমিক ৭ শতাংশ।

অন্যদিকে, গত বছরের একই সময়ের তুলন‍ায় আমদানি কমেছে ২ দশমিক ৬ শতাংশ, যা স্থানীয় বাজারে চাহিদা কমে যাওয়া নির্দেশ করে।

অর্থনীতিকে স্থিতিশীল করতে ও প্রবৃদ্ধি ধরে রাখতে চীন অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর জন্য বহুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, তাদের সে প্রচেষ্টা সফল হচ্ছে না।

আন্তর্জাতিক