শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নামের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতার গ্রুপ পর্বে অফিসিয়ালি দায়িত্ব পালন করবেন তারা।
ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মধুগল, নিউজিল্যান্ডের জেফ ক্রোউ এবং আইসিসির প্যানেল অব রিজিওনাল রেফারিজ গ্রায়েম লা ব্রুই। প্রত্যাশা করা হচ্ছে ব্রুই দুটি খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাল্লেকেলেতে ম্যাচ দুটি হবে ২১ এবং ২৩ সেপ্টেম্বর।
অনফিল্ডে দায়িত্ব পালন করার জন্য আইসিসি যে ১২ আম্পায়ারের নাম ঘোষণা করেছে তাদের প্রত্যেকেই সংস্থার এলিট প্যানেলের আম্পায়ার। তারা হলেন বিলি বাউডেন (নিউজিল্যান্ড), আলিম দার (পাকিস্তান), কুমার ধরমসেনা (শ্রীলঙ্কা), স্টিভ ডাভিস (অস্ট্রেলিয়া), মারাইস ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা), ইয়ান গুল্ড (ইংল্যান্ড), টনি হিল (নিউজিল্যান্ড), রিচার্ড কেটকেরোরগ (ইংল্যান্ড), আসাদ রউফ (পাকিস্তান), সিমন টফেল (অস্ট্রেলিয়া), রড টাকার (অস্ট্রেলিয়া) এবং ব্রুস ওক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)।
১৯ সেপ্টেম্বর ভারত ও আফগানিস্তানের মধ্যকার খেলার আম্পায়ারদেরও নাম ঘোষণা করেছে আইসিসি। অন-ফিল্ড আম্পায়ার: আসাদ রউফ, সিমন টফেল, থার্ড আম্পায়ার আলিম দার, ফোর্থ আম্পায়ার কুমার ধরমসেনা এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন রঞ্জন মধুগল।