৪ দিন ব্যাপী পর্যটন বিকাশ সাংস্কৃতিক উৎসব

আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর ২০১২ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন ও ভিআইপি সেমিনার মিলনায়তনে ‘৪ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব-২০১২’ আয়োজন করা হয়েছে। উৎসবে প্রতিদিনই বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা, শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। সমাপনি অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, নৃত্য ও সংগীতের বিভিন্ন শাখায় শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে র‌্যাফেল ড্র এর মাধ্যমে কম্পিউটার, টেলিভিশন, ডিভিডি, মোবাইল সেট পুরস্কার দেওয়া হবে।

উৎসবের প্রথম দিন ১৩ সেপ্টেম্বর প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল জলিল এমপি, উদ্বোধক থাকবেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ২য় দিন ১৪ সেপ্টেম্বর প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির এমপি, ৩য় দিন ১৫ সেপ্টেম্বর প্রধান অতিথি থাকবেন তত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান, সমাপনী অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর প্রধান অতিথি থাকবেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, বিশেষ অতিথি থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি।

বিনোদন