মেডিকেল ভর্তি নিয়ে তৃতীয় বেঞ্চে শুনানি সোমবার

মেডিকেল ভর্তি নিয়ে তৃতীয় বেঞ্চে শুনানি সোমবার

আগের নিয়মে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু করার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের ৩য় বেঞ্চে শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।

রোববার সকালে বিচারপতি শেখ হাসান আরিফের একক বেঞ্চ(৩য় বেঞ্চ)এ দিন নির্ধারণ করেন।

গত ২৭ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী আবেদনটি গ্রহণ করে আগের নিয়মে ভর্তি পরীক্ষা নেওয়ার নির্দেশ দিলেও কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল আবেদনটি খারিজ করে দেন। পরে নিয়ম অনুযায়ী বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে তিনি তৃতীয় বেঞ্চ গঠন করেন।

ওই দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, গত ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি প্রক্রিয়া নীতিমালা প্রণয়ন সম্পর্কিত সভায় সরকার মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রে আবেদনের জন্য ওই দুই পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ-৮ থাকতে হবে। জিপিএ-৭ পাওয়া বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এ সিদ্ধান্তের প্রতিবাদে ও পূর্বের ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামেন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বাংলাদেশ