ময়মনসিংহে যুবদল-ছাত্রদল ধাওয়া, পাল্টা ধাওয়া, আহত ১৫

ময়মনসিংহে যুবদল-ছাত্রদল ধাওয়া, পাল্টা ধাওয়া, আহত ১৫

ময়মনসিংহে ১৮ দলীয় জোটের মিছিলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে কোতোয়ালি যুবদল ও জেলা ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মাহাবুবসহ কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা শহরের নতুন বাজার রোড বিএনপি অফিস ভাঙচুর করেছে। ভাঙচুর হয়েছে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দের ছবি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের নতুন বাজার মোড় ও দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দু’পক্ষই দু’টি মোড়ে অবস্থান নিয়েছে। নতুন বাজার মোড়ের সব দোকান পাট বন্ধ হয়ে গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল পৌনে ৬টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয় থেকে ১৮ দলীয় জোটের উদ্যোগে মিছিল বের হয়।

মিছিল শুরুর সময় জেলা ছাত্রদলের রোকনোজ্জামান রোকন গ্রুপ ও কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটনের নেতৃত্বাধীন জেলা যুবদলের কোতোয়ালি যুবদলের পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এরই জের ধরে পুলিশী বাধায় মিছিলটি শহরের বিদ্যাময়ী স্কুলের সামনে থেকে ফের দলীয় কার্যালয়ের দিকে ফিরে যাওয়ার সময় ছাত্রদলের রোকন গ্রুপের নেতাকর্মীরা কোতোয়ালি যুবদলের নেতাকর্মীদের উপর হামলা চালায়। শুরু হয় দু’পক্ষের ইট-পাটকেল নিক্ষেপ।

পরে দু’পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মাহাবুব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, শামসুল আলম উজ্জ্বলসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়।

এর মধ্যে নগর বিএনপির সাংগঠনিক সম্পদক মাহাবুব আলম মাহাবুবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন বাজার মোড় ও দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজনীতি