চাঁপাইনবাবগঞ্জে বেসিক ব্যাংকের ৫৩তম শাখার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বেসিক ব্যাংকের ৫৩তম শাখার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর রোডের পুরাতন জেলখানার পাশে বেসিক ব্যাংকের ৫৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু।

ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দিন মণ্ডল, সংসদ সদস্য আব্দুল ওদুদ, বাংকের পরিচালক আনোয়ারুল ইসলাম আনোয়ার।

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মঞ্জুর মোরশেদ ও উপব্যবস্থাপনা পরিচালক শ্রীযুক্ত কনক কুমার পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিনসহ ব্যাংকের বিভিন্নস্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে বেসিক ব্যাংক সক্রিয় ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে ব্যাংকের পরিচালনা পর্ষদ কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ৫০ শতাংশ ঋণ বিতরণসহ রপ্তানি, কৃষি, কৃষিজাত বৃহৎ শিল্প ও উৎপাদনশীল খাতে ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে।‘

অর্থ বাণিজ্য