ইরাকে রোবাবার কমপক্ষে ১১টি শহরে সিরিজ হামলায় সেনা সদস্যসহ ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২৪০ জন।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, দুজাইল জেলার একটি সেনা শিবিরে বোমা হামলায় কমপক্ষে ১০ সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৮ জন।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আমারাতে দু’টি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিভিন্ন শহরে হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। কিরকুকে একটি পুলিশ নিয়োগ কেন্দ্রে বোমা হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে। এসময় মানুষ লাইনে দাঁড়িয়ে চাকরির দরখাস্ত জমা দিচ্ছিল।
বাগদাদে ফ্রান্সের একটি কনস্যুলার ভবনের নিকটেও একটি বোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।
তবে হামলার ব্যাপারে কেউ বিস্তারিত জানাতে পারছে না।
চলতি বছরের ভয়াবহতম এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে আল কায়েদার ইরাক শাখা ইদানীং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালাচ্ছে।