দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ একদিনের ম্যাচে হেরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। রোববার সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে স্বাগতিকদের হারায় তারা।
বাংলাদেশ: ৬০/১০ (২৪.১ ওভার)
দ. আফ্রিকা: ৬১/৩ (২০.৪ ওভার)
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রোটিয়াসদের মারাত্মক বোলিংয়ে বিনা রানেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। ১০ জন ব্যাটার ১০ রানের নিচে সাজঘরে ফেরেন। একমাত্র রুমানা আহমেদ দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সবকটি উইকেট দিয়ে ৬০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
রুমানার ব্যাট থেকে আসে ১৬ রান। এছাড়া অতিরিক্ত রান ১৬।
শাবনিম ইসমাইল ১০ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশ ইনিংসে ধ্বস নামান। এছাড়া ড্যানে ফন নিকার্ক ও মারিজানে কাপ প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে তৃষা চ্যাটি ও সুজান্না বিনেদের ব্যাটিংয়ে ২০.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে দক্ষিণ আফ্রিকা।
সালমা খাতুন দুই উইকেট ও খাদিজাতুল কুবরা একটি উইকেট পান।
ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।
তিন ম্যাচের সিরিজটি দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জিতেছে।