‘ওয়ার্ল্ড ইকনোমিক ফেরাম’-এর বার্ষিক সভায় যোগ দিতে রোববার রাতে চীন যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামীকাল রোববার রাত ১১টা ৫৫ মিনিটে বিমান যোগে সিঙ্গাপুর হয়ে পরের দিন (সোমবার) রাত ১১টায় অর্থমন্ত্রীর চীনের বেইজিং-এ পৌঁছানোর কথা। বেইজিং থেকে রেল/সড়ক পথে মঙ্গলবার দুপুরে তিয়ানজিন যাবেন তিনি।
‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম’-এর তিন দিনব্যাপী (১১-১৩ সেপ্টেম্বর) বার্ষিক সভা নিউ চ্যাম্পিয়নস-২০১২ এবার তিয়ানজিনে অনুষ্ঠিত হচ্ছে।
অর্থমন্ত্রীর সফরসঙ্গী থাকছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব ড. একেএম মতিউর রহমান। ৯ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অর্থমন্ত্রীর সঙ্গে থাকবেন।
বার্ষিকসভা শেষে ১৩ সেপ্টেম্বর রাতে বেইজিং ফিরবেন অর্থমন্ত্রী এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
বেইজিং এ অবস্থানকালে স্ফেয়ার এনার্জি ক্রিয়েশনস অস্ট্রেলিয়া, এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তার বৈঠক করার কথা রয়েছে।
ফেরার পথে তিনদিন সিঙ্গাপুরে যাত্রাবিরতি দেবেন অর্থমন্ত্রী। সেখানে ন্যাশনাল হার্ট সেন্টারে মেডিকেল চেক-আপ করাবেন। এ সময় পারিবারের সদস্যরা (স্ত্রী, পুত্র ও পুত্রবধু) তার সঙ্গে থাকবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, দশ দিনের এ সফর শেষে ১৯ সেপ্টেম্বর (বুধবার) রাতে দেশে ফিরবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।