ব্যাংক এশিয়া লিমিটেড ‘ঋণ ব্যবস্থাপনা মূল্যায়ন ও গ্রিনব্যাংকিং’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে।
শনিবার ব্যাংকের করপোরেট অফিসে দু’দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোহাম্মেদ রোশাঙ্গীর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও কর্পোরেট অ্যাসেটস এবং গ্রিনব্যাংকিং বিভাগের প্রধান মো. তৌহিদুল আলম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ উন্নয়ন বিভাগের আসিফ আইনুল হক উপস্থিত ছিলেন।