অবশেষে নিখোঁজের ৩দিন পর ভোলার রাজাপুর ইউনিয়নের আ’লীগ নেতা রুহুল আমিন পাটোয়ারীকে লক্ষীপুর থেকে উদ্ধার করা হয়েছে ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষীপুরের কমলনগর থানার জাহাজ মারা এলাকার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ তাকে উদ্ধার করে।
তবে, রহস্যজনক এ অপহরণের ঘটনা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভোলার পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ জানান, অপহরণকারীদের মোবাইল ফোন কল লিস্ট যাচাই ও নেটওয়ার্কিং এলাকার ওপর ভিত্তি করে গোয়েন্দা পুলিশের একটি টিম লক্ষীপুরের কমলনগরের জাহাজ মারা এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে তার আত্মীয়’র বাড়ি থেকে উদ্ধার করে।
তিনি আরও জানান, তিনি আত্মগোপনে ছিলেন, নাকি অপহরণ হয়েছিলেন পুলিশ তা খতিয়ে দেখছে।
উল্লেখ্য, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা নুরুল হকের ছেলে আ’লীগ নেতা রুহুল আমিন গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে ওই দিন সন্ধ্যায় ৫লাখ টাকা মুক্তিপণের দাবিতে তার পরিবারের কাছে ফোন করে অপরহরণকারীরা।
পরে এ ঘটনায় ওই রাতেই ভোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।