ইরান থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে কানাডা

ইরান থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে কানাডা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। একই সঙ্গে কানাডায় অবস্থান করা ইরানি কূটনীতিকদেরও অবিলম্বে দেশটি ত্যাগ করতে বলা হয়েছে।

শুক্রবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড এক বিবৃতিতে কানাডার এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের প্রতি ইরানের সমর্থন ও সন্দেহভাজন পরমাণু স্থাপনাগুলোতে অস্ত্র পরিদর্শকদের ঢুকতে বাধা প্রদানকে এ পদক্ষেপের কারণ হিসেবে বর্ণনা করেছে কানাডা। তেহরান থেকে দূতাবাস সরানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি ইরানি কূটনীতিকদের কানাডা ছাড়তে ৫ দিন সময় বেঁধে দিয়েছে কানাডা।

বিবৃতিতে ইরানকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে কানাডা। পাশাপাশি নিজের দেশের নাগরিকদের ইরান সফর না করারও পরামর্শ দিয়েছে কানাডা।

তবে কানাডার পদক্ষেপের পর দেওয়া প্রতিক্রিয়ায় ইরানি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তকে হঠকারি ও অপরিপক্ক হিসেবে অভিহিত করেছে।

এদিকে কানাডার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক ভ্যানট্রেল শুক্রবার বলেন, “ইরানের বিরুদ্ধে নেওয়া কানাডার পদক্ষেপকে অনুসরণ করার জন্য আমরা সব দেশের প্রতি আহবান জানাচ্ছি।”

আন্তর্জাতিক