রাবির অনুশীলন নাট্যদলের নাটক ‘ভূত’

রাবির অনুশীলন নাট্যদলের নাটক ‘ভূত’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুশীলন নাট্যদলের ৫৪তম প্রযোজনা ‘ভূত’ মঞ্চায়িত হবে রোববার।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে রোববার বিকাল সাড়ে ৫টায় মঞ্চায়িত হবে নাটকটির দ্বিতীয় প্রদর্শনি। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকর্মী যোবায়ের শাওন।

নাটক সম্পর্কে যোবায়ের শাওন বলেন, ‘আমার বারেবারে মনে হয়েছে, কিছু ব্যতিক্রম বাদে যারা কমিউনিজমের কথা বলছেন তারা হয় একে ধর্ম মানছেন অথবা একে আশ্রয় করে সমাজে আলাদা কিছু হতে চেয়েছেন। আর এ কারনেই সাধারণের ভেতর এটি পৌঁছাতে পারেনি। এ কথাগুলোই নাট্যক্রিয়ার ভেতর দিয়ে বলতে চেয়েছি এবং অবশ্যই ননরিয়ালিস্টিক ফর্মে।’

নাটকটিতে  বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন  হুমায়ুন শাকিল, রিপন ঘোষ, মামদুদুল করিম, শাহরিয়ার তারেক রিয়াল, অনিক হাসান, তানজিদা নাহার জুঁই, ফাহমিদা শাহরিন, পলাশ মন্ডল, রায়হান, ইজাজ আহমেদ, মেহেদী হাসান দীপু,  রফিক সানি, দীপ্ত উদাস, রুবেল এবং রকি।

বিনোদন