রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১০ জনে উন্নীত

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১০ জনে উন্নীত

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৭/৮ জন। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শনিবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

মোহনপুর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, `শনিবার সকাল ৭টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস এবং মোহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ইমা গাড়ি উপজেলার বিদিরপুর ও খয়রার মাঝামাঝি পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলে ৩ জন মারা যায়। হাসপাতালে ভর্তির পর মারা যায় আরও ৭ জন।

নিহতদের মধ্যে রবিন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ