রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৭/৮ জন। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শনিবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
মোহনপুর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, `শনিবার সকাল ৭টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস এবং মোহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ইমা গাড়ি উপজেলার বিদিরপুর ও খয়রার মাঝামাঝি পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলে ৩ জন মারা যায়। হাসপাতালে ভর্তির পর মারা যায় আরও ৭ জন।
নিহতদের মধ্যে রবিন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।