শ্রম আইন ২০০৬ সংশোধন ও চলমান সংসদ অধিবেশনে শ্রমিকদের স্বার্থে নতুন আইন পাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান শ্রমিক নেতারা।
মানববন্ধনে বাংলাদেশ শ্রম আইনকে ২০০৬ কালো আইন উল্লেখ করে এর সংশোধন ও একটি গণতান্ত্রিক শ্রম আইন সংসদে পাস করাসহ ৯ দফা দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।
সংগঠনের সমন্বয়ক দেলোয়ার হোসেন বলেন, দেশে প্রচলিত শ্রম আইন শ্রমিক স্বার্থ বিরোধী। এ আইনের যে ধারা রয়েছে সেখানে শ্রমিকদের পক্ষে কোনো স্বার্থ নেই। অবিলম্বে শ্রমিকদের স্বার্থে চলমান সংসদ অধিবেশনে আইন পাস করার দাবি জানান তিনি।
দাবিগুলো হচ্ছে- গার্মেন্টস শ্রমিকদের মহার্ঘ্য ভাতা প্রদান, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদানে খাদ্য মন্ত্রণালয় ঘোষিত ফেয়ারপ্রাইস কার্ড অবিলম্বে বিতরণ, সরকারি উদ্যোগে ডরমেটরি নির্মাণ ও বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, কারখানা পর্যায়ে মিড-ম্যানেজমেন্ট নিয়োগ, সকল গার্মেন্টসে অবৈধ চাকরিচ্যুতি বন্ধ করা, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, নারী কর্মীদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি প্রদান ও শ্রম আইন ২০০৬ সংশোধন পূর্বক গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন।
মানববন্ধনে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান, নাজমা আক্তার, রোকেয়া সুলতানা আঞ্জু, আলমগীর রনি, মাইনুদ্দিন মণ্ডলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।