বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ফরিদপুরে বিএনপির আট নেতাকর্মী গ্রেফতার

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ফরিদপুরে বিএনপির আট নেতাকর্মী গ্রেফতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির মামলায় ফরিদপুরে শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়াসহ আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার অভিযান শুরু হয়।

গ্রেফতার হওয়া অন্য নেতাকর্মীরা হলেন, অম্বিকাপুর ইউনিয়ন যুবদল সভাপতি একে এম জাফর, ৪নং ওয়ার্ড যুবদল সভাপতি মো. আলম মিয়া, ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি মানিক মোল্লা, চরমাধব দিয়া ইউনিয়নের বিএনপি নেতা মির্জা আজম, রুমি, হিরু শেখ ও রেজাউল ইসলাম।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক বিএনপির আট নেতাকর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, গত মঙ্গলবার জেলা যুবদল আয়োজিত সমাবেশে বিএনপি ও যুবদল নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেএম সেলিম বাদী হয়ে বিএনপির পাঁচ নেতাকর্মী নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওসি বলেন, বিএনপির আট নেতাকর্মীকে ওই মামলায় গ্রেফর করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

রাজনীতি