দেশীয় রাজনীতিতে দু’টি ধারা দেখা যাচ্ছে: দিলীপ বড়ুয়া

দেশীয় রাজনীতিতে দু’টি ধারা দেখা যাচ্ছে: দিলীপ বড়ুয়া

দেশীয় রাজনীতিতে দুইটি ধারা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এর মধ্যে একটি হল গণতান্ত্রিক এবং অন্যটি স্বাধীনতা বিরোধী।

শুক্রবার সকালে জাতীয় গণগ্রন্থাগারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রকে যিনি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করেছেন সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মদিন আগামী শনিবার। তার দেখানো পথে ৭০ এর দশক থেকে বঙ্গবন্ধুর আদর্শে আমরা লড়াই করছি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। অন্তরায় হচ্ছে স্বৈরতন্ত্রের জঞ্জাল এবং স্বাধীনতা বিরোধী শক্তি।

তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চাচ্ছে এক শ্রেণীর অপশক্তি। গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে গণতন্ত্র এবং স্বাধীনতার বিরোধী শক্তিকে প্রতিহত করতে পারলেই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রখেন আইনমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন।

বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা বলরাম পোদ্দার, কৃষকলীগের সহ-সভাপতি এম এ করিম, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক ফাতেমা জাহান সাথী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পরামাণু শক্তি কেন্দ্রের সভাপতি শাহজাহান তোতা, সাবেক ছাত্র নেতা নাজমুল হোসেন পলাশ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।

রাজনীতি