নতুন যুগের সূচনার প্রতিশ্রুতি দলীয় মনোনয়ন গ্রহণ করলেন ওবামা

নতুন যুগের সূচনার প্রতিশ্রুতি দলীয় মনোনয়ন গ্রহণ করলেন ওবামা

ডেমোক্রেটিক দলীয় কনভেনশনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির মনোয়ন গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী মিট রমনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের কনভেনশনের সমাপনী দিনে ওবামাকে আনুষ্ঠানিকভাবে দলের তরফে সর্বসম্মতভাবে মনোনয়ন দেওয়া হয়। প্রেসিডেন্ট নির্বাচনে তার রানিংমেট হিসেবে থাকছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

মনোনয়ন গ্রহণ করে উচ্ছ্বসিত ওবামা তার ভাষণে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তাকে সমর্থন দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

মনোনয়ন গ্রহণ শেষে দেওয়া ভাষণে বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার লক্ষ্য এবং রিপাবলিকানদের নীতি ও প্রতিশ্রুতির পার্থক্য তুলে ধরেন এবং ২০০৮ সালে প্রথমবার নির্বাচনের সময় দেওয়া তার প্রতিশ্রুতি ‘থিম অব হোপ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেন।

তিনি বলেন, “আমি কখনই বলিনি যাত্রা সহজ হবে, তাই আমি নতুন কোনো প্রতিশ্রুতি দিতে চাচ্ছি না।”

নর্থ ক্যারোলিনার শার্লোতের উপকণ্ঠে অবস্থিত বিশাল স্টেডিয়ামে প্রেসিডেন্ট ওবামার ভাষণ দেওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে কনভেনশন সেন্টারের ভেতরে স্থাপিত মঞ্চে তার ভাষণ দেওয়ার ব্যবস্থ‍া করেন আয়োজকরা।

ওবামার বক্তৃতার আগে তার রানিংমেট হিসেবে মনোনয়ন পাওয়া ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এক আবেগময় ভাষণ দেন। তিনি তার ভাষণে দেশের গাড়ি নির্মাণ শিল্পকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে ‘বেইল আউট’ কর্মসূচির পরিকল্পনা এবং আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার নির্দেশ দেওয়ার মত সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য ওবামার প্রশংসা করেন।

তার ভাষণ শেষ হওয়‍ার পর মঞ্চে উঠে আসেন প্রেসিডেন্ট ওবামা। ভাষণে তাকে মনোনয়ন দেওয়ার জন্য ডেমোক্রেটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।

নিজের ভাষণে রিপাবলিকান দলের নীতির কঠোর সমালোচনা করে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তাদের দৃষ্টিতে আমেরিকার জন্য যা কিছু ভুল সে সম্পর্কে কথা বলতে তারা আনন্দ বোধ করে, কিন্তু এগুলো কিভাবে সমাধান করবেন সে সম্পর্কে কিছুই বলেন না।”

পাশাপাশি তিনি রিপাবলিকানদের সাবেকি ধ্যান ধারণার প্রতি বিদ্রুপ করে বলেন, “তারা জাতির সামনে একই প্রেসক্রিপশন উপস্থাপন করছেন, যা গত ত্রিশ বছর ধরে তারা দিয়ে আসছেন।”

এদিকে ওবামার ভাষণের পর রমনির শিবির থেকে দেওয়া এক বিবৃতিতে ওই ভাষণের প্রতিক্রিয়া জানানো হয়েছে।  বিবৃতিতে বলা হয়, “আজ রাতের বক্তৃতায় ওবামা তার পুরনো প্রতিশ্রুতিগুলোরই পুনরাবৃত্তি করেছেন যা গত চার বছরে বাস্তবায়িত হয়নি।

সেখানে আরও বলা হয়, “তিনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু গত চার বছরে তিনি কিছুই করে দেখাতে পারেননি।” এখন পর্যন্ত সর্বশেষ জনমত জরিপে অবশ্য ওবামা রমনির থেকে এগিয়ে আছেন। সর্বশেষ জনমত জরিপে ওবামার প্রতি জন সমর্থন ৪৭ শতাংশ ও রমনির প্রতি ৪৬ শতাংশ।

নিজের জ্বালানি নীতি নিয়ে কথা বলতে গিয়ে ওবামা বলেন, “আমি মিলিয়ন মিলিয়ন একর নতুন ভূমিকে তেল ও গ্যাস ক্ষেত্র উন্নয়নের জন্য খুলে দিয়েছি এবং নির্বাচিত হলে আরও দেবো। কিন্তু প্রতিপক্ষদের মত তেল কোম্পানিগুলোকে আমার দেশের জ্বালানি নীতি লিখতে দেবো না।”

পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রমনি ও তার রানিং মেট পল রায়ানের অনভিজ্ঞতার কথা বর্ণনা করে ওবামা তাদের পররাষ্ট্র বিষয়ে নবীশ বলে উল্লেখ করেন। ভাষণ শেষে তিনি সমবেত সমর্থকদের উদ্দেশ্যে তাকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, “একমাত্র আপনাদেরই ক্ষমতা আছে আমাদের কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।”

ডেমোক্রেটিক কনভেনশনের তৃতীয় ও শেষ রাতে তাদের দু’জনের পাশাপাশি আরও বক্তৃতা দেন ফ্লোরিডার গভর্নর ও সাবেক রিপাবলিকান রাজনীতিক চার্লি ক্রিস এবং রমনির নিজের রাজ্য ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত ডেমোক্রাট দলীয় সিনেটর জন কেরি।

সিনেটর জন কেরি তার বক্তৃতায় রমনির সমালোচনা করে বলেন, “রমনির চারপাশে ভীড় করে আছেন নিও কনসারভেটিভ পরামর্শক, যারা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শুধু খারাপ পরামর্শই দিতে পারে।”

এই পরামশর্কদের সাহায্য ছাড়া রমনি চলতে পারেন না উল্লেখ করে কেরি বলেন, “যুক্তরাষ্ট্রের সর্বাধিনায়কের পদটি আউটসোর্সিংয়ের মাধ্যমে পালন সম্ভব না।”

বৃহস্পতিবারের ভাষণের মধ্য দিয়েই মূলত ডেমোক্রেটিক দলের কনভেনশন শেষ হলো। এর আগে কনভেনশনের উদ্বাধনী দিনে ভাষণ দেন মিশেল ওবামা এবং দ্বিতীয় দিন বুধবার বক্তৃতা করেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

আন্তর্জাতিক