ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) মন্দা মোকাবেলায় নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে। আর এ ঘোষণায় বিশ্ব পুঁজিবাজারে চাঙাভাব লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার বিশ্বের অধিকাংশ পুঁজিবাজারের সূচক দেড় থেকে দুই শতাংশের ওপর বেড়েছে।
এর মধ্যে এশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের গুরুত্বপূর্ণ পুঁজিবাজার ছিল বেশ চাঙা।
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ওই অঞ্চলের অর্থনৈতিক মন্দা মোকাবেলায় নতুন পরিকল্পনা ঘোষণা করার প্রভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিদেশি গণমাধ্যম। ইসিবি’র দেওয়া ঘোষণামতে, দেশটির ব্যাংকিং খাতের ঋণের হার কমিয়ে আনতে বন্ড কিনবে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক।
ব্লুমবার্গ ওয়েবসাইট সূত্রে প্রাপ্ত তথ্যমতে, এফটিএসই ইউরোটপ ১০০ সূচক ২ দশমিক ৩৫ শতাংশ বা ৫২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ২২৮০ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। যা এর আগের বৃহস্পতিবারের চেয়ে ৫১ পয়েন্ট বেশি।
আর ইউরোনেক্সট ১৫০ সূচক ২ দশমিক ০৩ শতাংশ বা ২৭ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১৩৯০ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে। গত সপ্তাহের বৃহস্পতিবার লেনদেন শেষে এ সূচক ছিল ১৩৬৯ দশমিক ৪৭ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহ ব্যবধানে সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।
জার্মানের ডেক্স সূচক ২০২ দশমিক ৬৪ পয়েন্ট বা ২ দশমকি ৯১ শতাংশ বেড়ে ৭১৬৭ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। এ সূচক গত সপ্তাহের একই দিন ছিল ৬৯২০ পয়েন্টে। সপ্তাহ ব্যবধানে সূচক বেড়েছে ২৪৭ পয়েন্ট।
এছাড়া দেশটির সবকটি সূচকই ইতিবাচক ধারায় রয়েছে।
এদিকে যুক্তরাজ্যের এফটিএসই ১০০ ইনডেক্স ২ দশমিক ১১ শতাংশ বা ১১৯ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫৭৭৭ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহের একই দিন ওই সূচকের অবস্থান ছিল ৫৭২৭ দশমিক ২৫ পয়েন্টে।
একইভাবে যুক্তরাষ্ট্রেও বিরাজ করছে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা। ডু-জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ১ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১৩২৯২ পয়েন্ট হয়েছে। যা এক সপ্তাহ আগের অবস্থানের চাইতে ২৯২ পয়েন্ট বেশি।
আর এসএন্ডপি-৫০০ সূচক ২ দশমিক ০৪ শতাংশ বা ২৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৪৩২ দশমিক ১২ পয়েন্ট হয়েছে। গত সপ্তাহের একই দিনে সূচক ছিল ১৩৯৯ দশমিক ৪৮ পয়েন্টে।
নাসডাক ইন্স্যুরেন্স সূচক ৪৭ দশমিক ৮৮ পয়েন্ট বা ১ দশমিক ০৬ শতাংশ বেড়ে ৪৫৫০ দশমিক ০৮ পয়েন্ট হয়েছে। এক সপ্তাহ আগে সূচক ছিল ৪৪৭০ দশমিক ৩০ পয়েন্টে।
এছাড়া এই অঞ্চলের সামগ্রিক পুঁজিবাজার পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে।
এশিয়ার পুঁজিবাজারেও বিরাজ করছে উর্ধ্বমুখী প্রবণতা। জাপানের নিক্কি-২২৫ সূচক ২ দশমিক ০৯ শতাংশ বা ১৮১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ৮৮৬২ পয়েন্টে অবস্থান করছে। যা গত সপ্তাহের বৃহস্পতিবারের চেয়ে ২৩ পয়েন্ট কম। সেদিন সূচক ছিল ৮৮৩৯ দশমিক ৯১ পয়েন্টে।
হংকং-এর হ্যাংস্যাং সূচক ২ দশমিক ৩৯ শতাংশ বা ৪৫৯ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৯৬৬৮ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে। গত বৃহস্পতিবার সূচক ছিল ১৯৪৮২ দশমিক ৫৭ পয়েন্টে।
আর ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স-৩০ সূচক ১ দশমিক ৮৫ শতাংশ বা ৩২১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৭৬৫৪ দশমিক ৯৮ পয়েন্টে উঠে এসেছে। এর আগের সপ্তাহের একই দিন সূচক ছিল ১৭৩৭৬ দশমিক ০৬ পয়েন্টে।