সপ্তাহজুড়ে ডিএসই সূচক ও লেনদেনে নিম্নমুখী ধারা

সপ্তাহজুড়ে ডিএসই সূচক ও লেনদেনে নিম্নমুখী ধারা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সাধারণ সূচক ও  লেনদেন উভয়ই ব্যাপকভাবে কমেছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমেছে ১২২ দশমিক ১১ পয়েন্ট এবং  লেনদেন কমেছে ৭ দশমিক ৯১ শতাংশ।

আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৪৪৬ দশমিক ৮৭ পয়েন্ট। যা গত সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩২৪ দশমিক ৭৬ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১২২ দশমিক ১১ পয়েন্ট বা ৪ দশমিক ৪৮ শতাংশ।

অন্যদিকে, গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেন কমেছে। এছাড়া কমেছে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ১২২ দশমিক ১১ শতাংশ। মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৭১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৬৯৬ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২৬ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৪৭ টাকা।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৯৮টির ও অপরিবর্তিত ছিল ৮টির দাম। কোনো লেনদেন হয়নি ৫টি প্রতিষ্ঠানের শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ২৩৯টির, কমেছে ৩২টির ও অপরিবর্তিত ছিল ৯টির দাম। কোনো লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের শেয়ার।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, মোট ৫ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৫৯৪ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৩৩৯ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ৬৪৫ কোটি ৩০ লাখ ৪৩ হাজার ৪০৯ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৭ দশমিক ৯১ শতাংশ।

এছাড়া ডিএসইতে কমেছে শেয়ার লেনদেনের পরিমান। গত সপ্তাহে ডিএসইতে মোট ৫৮ কোটি ২১ লাখ ৫৩ হাজার ৪৬৮ ভলিয়ম শেয়ার বিক্রি হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ৬৮ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১৯৩ ভলিয়ম। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন কমেছে ১৪ দশমিক ৮১ শতাংশ।

সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- ডেল্টা স্পিনিং (৩০ দশমিক ৮৬ শতাংশ দাম বাড়ে), স্টান্ডার্ড ইন্সুরেন্স লি. (১৮ দশমিক ৯৬ শতাংশ), আমরা টেকনোলজি (১৩ দশমিক ৭৯ শতাংশ), বাংলাদেশ সাবমেরিন কেবল (১২ দশমিক ৬৬ শতাংশ), স্কয়ার টেক্সটাইল (১০ দশমিক ৬০ শতাংশ), মিথুন নিটিং (৯ দশমিক ৭৫ শতাংশ), ফেডারেল ইন্সুরেন্স (৯ দশমিক ৪২ শতাংশ), রূপালী ইন্সুরেন্স (৯ দশমিক ৪২ শতাংশ), সায়হাম টেক্সটাইল (৭ দশমিক ২৩ শতাংশ) এবং জাহিন ইন্ডাস্ট্রিজ লি. (৬ দশমিক ৮৫ শতাংশ)।

অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মি. ফান্ড (২০ দশমিক ৭৯ শতাংশ দাম কমেছে), গ্রামীণ-১ মি. ফান্ড (১৫ দশমিক ২৯ শতাংশ), গ্রামীণ-২ স্কিম টু মি. ফান্ড (১২ দশমিক ৯৫ শতাংশ), আইসিবি এএমসিএল ফার্স্ট মি. ফান্ড (১১ দশমিক ২০ শতাংশ), অলটেক্স ইন্ডাস্ট্রিজ (১১ দশমিক ১১ শতাংশ), প্রাইম ব্যাংক (১০ দশমিক ৩৬ শতাংশ), ওশান কন্টেইনার লি. (১০ দশমিক ৩২ শতাংশ), দুলামিয়া কটন মিল (৯ দশমিক ০৯ শতাংশ), এআইবিএল ফার্স্ট মি. ফান্ড (৯ দশমিক ০৯ শতাংশ) এবং স্টান্ডার্ড সিরামিকস (৯ দশমিক ০৬ শতাংশ)।

অন্যান্য