ওবামার পক্ষে বিল ক্লিনটনের উচ্ছ্বসিত ভাষণ

ওবামার পক্ষে বিল ক্লিনটনের উচ্ছ্বসিত ভাষণ

দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউস জয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লড়াইয়ের প্রতি দৃঢ় সমর্থন দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে পরিচিত বিল ক্লিনটন।

নর্থ ক্যারোলিনার শার্লোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক দলীয় কনভেনশনের দ্বিতীয় দিনে প্রায় ৫০ মিনিট ধরে দেওয়া ভাষণে ওবামার পক্ষে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি রিপাবলিকানদের অর্থনৈতিক সংস্কার প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন তিনি।

একই সঙ্গে ওবামার অর্থনৈতিক নীতির উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি উল্লেখ করেন, ওবামার অর্থনৈতিক নীতি ফল দেওয়া শুরু করেছে।

ধারণা করা হচ্ছে জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের এ শক্ত অবস্থান যুক্তরাষ্ট্রের দোদুল্যমান শ্বেতাঙ্গ কর্মজীবী ভোটারদের কাছে ওবামার আবেদন আরও বাড়িয়ে দেবে।

বিল ক্লিনটন তার ভাষণে বলেন, “ওবামা আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে বিপর্যয় থেকে বের করে নিয়ে আসবে।” তবে অনেক আমেরিকানই এখনও অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে সংগ্রাম করছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশ শাসনে ওবামার কৃতিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমিসহ পূর্ববর্তী কোনো প্রেসিডেন্টের পক্ষেই ২০০৮ সালের অর্থনৈতিক ধস মাত্র চার বছরেই কাটিয়ে ওঠা সম্ভব হতো না, কিন্তু ওবামার নেতৃত্বে বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আপনারা যদি ওবামাকে আবারও নির্বাচিত করেন, তবে আরও ভালো বোধ করতে পারবেন।”

বিল ক্লিনটন একই সঙ্গে তার ভাষণে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রক্ষণশীল পল রায়ানের সমালোচনা করেন। পল রায়ান গত সপ্তাহে রিপাবলিকান কনভেনশনে ওবামার স্বাস্থ্যসেবা নীতির সমালোচনা করতে গিয়ে এর অপব্যাখ্যা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদমাধ্যম জানায় ক্লিনটনের ভাষণ শেষ হওয়ার পরপরই ওবামা মঞ্চে গিয়ে তার সঙ্গে মিলিত হন। এ সময় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ক্যারিশমা সম্পন্ন দুই প্রেসিডেন্টকে একমঞ্চে দেখে অনুষ্ঠানস্থলে উপস্থিত প্রায় ৫ হাজার ডেলিগেট এবং অন্যান্য ডেমোক্রেট সমর্থকরা উচ্ছ্বসিত করতালি দিয়ে তাদের অভিবাদন জানায়।

বিশ্লেষকরা মনে করছেন, ওবামার পক্ষে ক্লিনটনের এই অবস্থান রমনির বিরুদ্ধে লড়াইয়ে ওবামাকে সুবিধাজনক অবস্থানে রাখবে।

আন্তর্জাতিক