‘ডিসকাউন্ট’ বিড়ম্বনায় মিলন

‘ডিসকাউন্ট’ বিড়ম্বনায় মিলন

চোখ রাখলেই আজকাল সর্বত্র চোখে পড়ে ডিসকাউন্টের অফার। এসব দেখেই আনিসুর রহমান মিলন সাম্প্রতিককালে ডিসকাউন্ট ম্যানিয়াক হয়ে পড়েছেন। যেখানেই যাচ্ছেন, ডিসকাউন্ট তার চাই-ই চাই।দুধ কিনছেন বাটি পাবার আশায়, শরবতের বোতল কিনছেন গ্লাস পাবার আশায়। ডিসকাউন্ট জ্বরে মিলন এতটাই ভুগছেন, ব্যক্তিগত জীবনেও হরহামেশা ‘ডিসকাউন্ট’ খোঁজেন বাড়তি কিছু পাওয়ার আশায়।

শুধু তাই নয়, বিয়ে করবেন সেখানেও মিলনের শর্ত; পাত্রীর ছোট বোন থাকতে হবে। সারা জীবন মিলন স্বপ্ন দেখে এসেছেন শ্যালিকারা তাকে ঘিরে ধরেছে। ঠাট্টা মশকরা করছে। আর মিলন তাদের সঙ্গে খোশ গল্পে মেতে আছেন। কিন্তু মিলনের এ আশায় গুড়েবালি। তার যতটা হাত খোলা, পছন্দের মেয়েটি ততোটাই কৃপণ। সামান্য ফ্লেক্সিলোডের জন্যও প্রতিবেশী মিলনকে সে রাত-বিরাতে ফোন করে বিরক্ত করে। একটা সময় মিলনকে ঘিরে ধরে ডিসকাউন্ট বিড়ম্বনা।

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলকে এভাবেই দেখা যাবে আরটিভির বিরতিহীন নাটক ‘ডিসকাউন্ট’-এ। মিলনের বিপরীতে এ নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু।। রুম্মান রশীদ খানের লেখা আরেফিন আলমের পরিচালনায় এ নাটকে আরো অভিনয় করেছেন উদয় বিকাশ বড়–য়া, জ্যোৎস্না আরা, নাজিরুল আলম সুমন সহ আরো অনেকে।

‘ডিসকাউন্ট’ নাটকটি প্রচার হবে আরটিভিতে ৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে। নাটকটি প্রচারের মধ্যবর্তী সময়ে বিরক্তিকর বিজ্ঞাপন বিরতি থাকছে না।

বিনোদন