বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বাজিমাত

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বাজিমাত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সাক্ষাতেই বাজিমাত করেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলকে দুই উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে তারা।

দক্ষিণ আফ্রিকা: ৭৫/১০ (৩৪.৪ ওভার)
বাংলাদেশ: ৭৮/৮ (৩৭.৩ ওভার)
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভীষণ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা মহিলা দল। স্বাগতিক বোলাররা একের পর এক উইকেট ফেলে বিপর্যস্ত করে তোলে অতিথি খেলোয়াড়দের। স্পিন বল তারা খেলতেই পারছিলো না। অফ স্পিনার খাদিজাতুল কুবরা এবং লেগ স্পিনার রুমানা আহমেদ অসাধারণ বল করেছেন। কুবরা ৮ ওভারে তিন মেডেনসহ ৮ রান দিয়ে পেয়েছেন আউট করেছেন তিনজন ব্যাটারকে। রুমানা ৬.৪ ওভারে এক মেডেনসহ ১০ রানে পেয়েছেন তিন উইকেট।

ব্যক্তিগত ইনিংস বড় না হওয়ায় ৩৪.৪ ওভারে ৭৫ রানে গুটিয়ে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তাদের ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান এসেছে অধিনায়ক মিগনন ডু প্রেসের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন আরও দু’জন ব্যাটার। মারিজানে ক্যাপ ১১ এবং সান লুইস করেছেন অপরাজিত ১৫ রান। বাকি আটজনের মধ্যে চারজনেরই রানের খাতা খোলা হয়নি।

লক্ষ্য তাড়া করতে গিয়ে আট রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপ অনুভব করে বাংলাদেশ দল। কিন্তু তিন নম্বরে ব্যাট করতে নেমে লতা মন্ডল একটা লম্বা সময় ক্রিজে থেকে ৫৪ বলে খেলেন ৩১ রানের ইনিংস। এছাড়া রীতু মনি করেন অপরাজিত ১২ রান। বাকিদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

প্রোটিয়াস অফ স্পিনার সানেটি লুবসের ১০ ওভারে ৩২ রান দিয়ে পেয়েছেন তিনটি উইকেট। পেসার শাবনিম ইসমাইল ও ক্যাপ দুটি করে উইকেট নেন।

৩১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের ব্যাটার লতা মন্ডল।

আন্তর্জাতিক ওয়ানডে দলের মর্যাদা অর্জনের পর বাংলাদেশ দলের এটি দ্বিতীয় ওয়ানডে জয়। প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয় দিয়ে শুরু করেছিলেন সালমা খাতুনরা। নভেম্বরে বিশ্বকাপের বাছাই প্রতিযোগিতার স্থান নির্ধারণী ম্যাচে বিকেএসপিতে আয়ারল্যান্ডকে হারিয়েছিলো বাংলাদেশ। তারপরে আরও চারটি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ডাবলিনে যার তিনটিতে হেরেছে বাংলাদেশ দল। চতুর্থ ম্যাচটি আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হয়। অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে ওই সফরে একটি টি-টোয়েন্টি খেলে জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম ম্যাচ এবং জয়ও। সব মিলে দ্বিতীয় ওয়ানডে জয়।

সিরিজে ১-০ তে এগিয়ে থেকে শুক্রবার একই ভেন্যুতে বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ানডে খেলবে প্রোটিয়াসদের বিপক্ষে।

খেলাধূলা