বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের ৬টি প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে সাভারের আশুলিয়া আসছেন।
এ উপলক্ষে ওই এলাকাসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
আশুলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ঢাকা-আরিচা পূর্ব নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে ব্যানার, ফেস্টুন, তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া রংয়ের তুলিতে বর্ণিল সাজে সাজানো হয়েছে বাংলাদেশ আনবিক শক্তি কমিশনকে।
পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।
বুধবার সকাল থেকেই ডগ স্কোয়াড দিয়েও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে আনবিক শক্তি কমিশনের ভেতর সাধারণ মানুষের যাতায়াত এক সপ্তাহ আগে থেকেই বন্ধ রয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর কালিয়াকৈর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ জানান, সাভার ও আশুলিয়া থানা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মহাসড়কে তোরণ, ব্যানার, ফেস্টুন দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্যানাসাইন দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানাবেন।
অন্যদিকে সড়ক ও জনপথের (সওজ) পরিচ্ছন্ন কর্মীরা মহাসড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার, ডিভাইডার ও বিভিন্ন আইল্যান্ডে রং লাগিয়ে সৌন্দর্য বর্ধনের কাজও শেষ করেছেন।