বাউফল থানায় জাতীয় পতাকার অসম্মান!

বাউফল থানায় জাতীয় পতাকার অসম্মান!

জাতীয় পতাকা প্রত্যেক দেশের জাতীয় ঐতিহ্য ও স্বাধীনতার প্রতীক, জাতীয় সম্মান। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের এ পতাকা স্বাধীণ বাংলাদেশের অস্তিত্বের প্রতীক, আমাদের জাতীয় স্বত্ত্বা, বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা।

তাই জাতীয় পতাকাকে সম্মান দেখানো প্রতিটি নাগরিকের জাতীয় ও নৈতিক দায়িত্ব। জাতীয় পতাকার অবমাননা দেশ-জাতি তথা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

কিন্তু সব দায়-দায়িত্বকে ভুলুণ্ঠিত করে খোদ আইন শৃংখলা বাহিনীর কার্যালয়ে জাতীয় পতাকাকে অসম্মান প্রদর্শন করা হয়েছে।

পটুয়াখালীর বাউফল থানার সামনে প্রতিদিন যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দিবসরে শেষে সেই পতাকা নামিয়ে নিছক অবহেলায় ফেলা রাখা হয় যত্র-তত্র।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফল থানায় গিয়ে দেখা যায়, ব্যবহৃত জাতীয় পতাকাটি নামিয়ে নিছক এক টুকরো ছেড়া কাপড়ের মতো করে চমর অবহেলায় তা দিয়ে ঢেকে রাখা হয়েছে থানার পুলিশ সদস্যদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।

জাতীয় আইনশৃংখলা রক্ষার দায়িত্ব যাদের হাতে তারাই শৃঙ্খলা ভঙ্গ করে জাতীয় পতাকা তথা জাতিকে অসম্মান করেছে!

এ ব্যাপারে বাউফল থানার একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন, “যেহেতু আগামীকাল আবার উত্তোলন করা হবে তাই এটাকে (জাতীয় পতাকাটিকে) কাছাকাছি রাখা হয়েছে।

বাংলাদেশ