সাইফুর রহমানের স্মরণে বিএনপির মিলাদ অনুষ্ঠিত

সাইফুর রহমানের স্মরণে বিএনপির মিলাদ অনুষ্ঠিত

প্রয়াত অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি।

বুধবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সাইফুর রহমানের মতো একজন রাজনীতিবীদের মৃত্যুতে দল এবং জাতির যে ক্ষতি হছে তা অপূরণীয়।”

তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগফিরাত কামনা করেন তিনি।

তিনি বলেন, “তার মতো একজন মানুষের এভাবে চলে যাওয়া আমরা মানতে পারি না। তারপরও ভাগ্যে যা ছিল তা মানতে হবে। তাই দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।”

পরে এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক।

রাজনীতি